ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখকে বিদায় সংবর্ধনা প্রদান

আবু মুছা আল শিহাব
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখের বিদায় সংবর্ধনা ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহরাস্তি পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান সহকারী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন। পৌর প্রশাসক তার বক্তব্যে বলেন, “শাহরাস্তি পৌরবাসী আপনার কাছ থেকে যে সেবা নিয়েছে তার মাধ্যমে আপনাকে মনে রাখবে। আপনার পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা রইল।”

বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ বলেন, “আমি দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমার ভুল-ত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী নোমান হোসেন, অ্যাসেসর নাসির উদ্দিন ও আবু সুফিয়ান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান ও বাজার পরিদর্শক মো. নাসির উদ্দিন খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।

অতিথিবৃন্দের বক্তব্য শেষে পৌর প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন এবং ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: