চাঁদপুর হাইমচর-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তিনি সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী ফুলের পাপড়ি ছিটিয়ে ও মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন।
গণসংযোগকালে আজম খান বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। আমরা যখনই জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামতে চেয়েছি, তখনই পুলিশ বাহিনী দিয়ে হামলা-মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে দমন করা হয়েছে। তবুও আমরা হার মানিনি। জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটেছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আজম খান বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তাহলেই বাংলাদেশ একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি নিজের নয়, জনগণের কল্যাণে কাজ করবেন।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন, সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ, কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক মিলন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহাদাত খান ও বিএনপি নেতা রাশেদ জাহান তুষার বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।