সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের শেষদিন চাঁদপুরের ফরিদগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিকালে ৪টায় ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ¥ীনারায়ন জিউর আখড়াস্থ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়। যা উপজেলা সদরস্থ দাসপাড়াস্থ রাধগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিমা নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাল্যভোগের পর ভজন কীর্তন, দুপুরে ভোগ আরতি শেষে রথটানা অনুষ্ঠিত হয়। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ কয়েক হাজার পুণ্যার্থী রথ টানায় অংশ নেন।
উল্টো রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস। এসময়ে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, দাসপাড়া মহাশন্মান কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস ও রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক লিটন স্বর্ণকার।