ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

ফরিদগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৯৩ জনকে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

নারায়ন রবিদাস
জুলাই ৩, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত ৯৩ জন অসহায় রোগীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৯৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ‎চেকপ্রাপ্তদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ৬৫ জন, কিডনি রোগে ১০ জন, স্ট্রোক-প্যারালাইজড ৯ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৭ জন এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২ জন রোগী রয়েছেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন বশির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা সরকারের এই সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। এছাড়া রোগীদের সচেতনতা, চিকিৎসা নিয়মিত গ্রহণ এবং সাহস না হারানোর পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: