ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুত্রের লাঞ্ছনার শিকার বৃদ্ধ দম্পত্তি

ফরিদগঞ্জ ব্যুরো
মার্চ ১৯, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঔরসজাত পুত্রের কাছ থেকে ভরণপোষন পাওয়া দুরের কথা উল্টো মারধর ও শারিরিক লাঞ্ছনার শিকার হচ্ছেন বৃদ্ধ পিতা ও সৎমা। প্রতিকার পেতে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশী বৈঠক হলেও কোন ফল মিলেনি। সর্বশেষ থানায় লিখিত অভিযোগ করলেও সেখানেও অদ্যাবদি কোন ফলাফল আসেনি। ফলে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ওই বৃদ্ধ দম্পত্তি। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ।

জানা যায়, পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের ৯ সন্তানের জনক নবতিপর মো. রফিকুল ইসলাম (৯৩)’এর প্রায় ৫০ বছর পূর্বে প্রথম স্ত্রী মারা যায়। পরবতির্তে তিনি ২য় বিবাহ করেন। প্রথম স্ত্রীর ঘরের ৬ সন্তানের মধ্যে ৫জন তাদের সৎমাকে মেনে নিলেও মেনে নেয়নি হানিফ মিজি নামে এক ছেলে। সে দীর্ঘদিন থেকে তার বৃদ্ধ বাবা ও সৎমায়ের সাথে নানা ভাবে লাঞ্ছনা করছে এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম।

রাশিদা বেগম জানান, আমার স্বামীর পুর্বের সংসারের অন্য ছেলে মেয়েরা ভাল আচরণ করলেও ব্যতিক্রম হানিফ মিজি ও তার পরিবার। সে আমাকে ও আমার স্বামীকে ভরণপোষণ তো দেয়না, উল্টো আরো মারধর করে ও নানাভাবে হয়রানি করে আসছে। আমার নিজের সন্তানদের বসতঘর করতে দেয়না। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি। নবতিপর রফিকুল ইসলাম জানান, হানিফ কেন আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে জানি না। আমাকে বেশ কয়েকবার মারধর করেছে।

অভিযুক্ত হানিফ মিজি ভরণপোষণ না দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার বাবার কোন সম্পত্তি নেই। আমার ভাই যেখানে ঘর করতে চায়, সেখানে আমার নিজের সম্পত্তি রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, এক পক্ষ মানলে আরেক পক্ষ মানছেনা, দীর্ঘদিনের এই সমস্যা তাই সমাধান হচ্ছেনা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, অভিযোগের বিষয়টি খোঁজখবর নিয়ে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: