ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে তিন ইটভাটা মালিককে ৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় ৩ ইটভাটা মালিককে দুই লাখ করে ৬লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার মতলব দক্ষিণ উপজেলায় ইটভাটা সমূহের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস মালিককে ২লাখ টাকা, একই এলাকার শাহ পরান ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা ও সিএসবি ব্রিকস্ মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় ইটভাটাগুলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ফোর্স, ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভির ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশের এই কর্মকর্তা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: