ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ট্রলারসহ ৫০মণ জাটকা জব্দ, আটক ৯

নিজস্ব র প্রতিনিধি:
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২হাজার কেজি (৫০ মণ) জাটকা ও জাটকা বহনকারী ট্রলার জব্দ এবং জাটকার সাথে ট্রলারে থাকা ৯জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি শুক্রবার মধ্যরাত ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করত: দুই হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনকৃত ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: