ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিমস প্রকল্প ফরিদগঞ্জে বিদেশ গমনের ক্ষেত্রে সচেতনতায় তরুণদের আস্থা হয়ে উঠছে

ফরিদগঞ্জ প্রতিনিধি:
জানুয়ারি ১২, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ দুই, ফরিদগঞ্জে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসিসটেন্স সিসিডিএ নামক একটি এনজিও চাঁদপুরে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে প্রকল্পটি। সুইস সরকারের দাতা সংস্থা এসডিসি এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সঠিক তথ্য ভান্ডারের আঁতুড়ঘর হিসেবে ফরিদগঞ্জে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সিমস্ প্রকল্প।

বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে পাড়ি জমায়। চাঁদপুর জেলায় বিদেশে পাড়ি জমানো লোকের সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু সচেতনতার অভাবে বিদেশ গিয়ে অনেকেই লাভভান হচ্ছে না। অনেকে আবার দালাল কর্তৃক হচ্ছে প্রতারিত। এই প্রকল্পের মাধ্যমে কর্তব্যরত কর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর ভিজেটের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে। তাছাড়াও প্রাক সিদ্ধান্ত গ্রহন প্রশিক্ষন (পিডিএমও) এর মাধ্যমে ১৮ থেকে ৪০ বছর বয়সী যুবকদের একদিনের প্রশিক্ষনের মাধ্যমে বিদেশ যাত্রার লাভ লস সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সংস্থাটি। এছাড়াও বিদেশ গমনের ক্ষেত্রে অনেকে দালাল কর্তৃক প্রতারণার শিকার হচ্ছে এধরনের ব্যাক্তিদের ফ্রি তে আইন সহায়তা দেওয়া হচ্ছে এ প্রকল্পের আওতায়। চার বছর মেয়াদী এই প্রকল্প মাঠ পর্যায়ে মানুষের ঘরে ঘরে যতো বেশি পৌচাচ্ছে তত বেশি উপকার ভোগীর সংখ্যা বাড়ছে, প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে তাল মিলিয়ে।

এছাড়াও পথ নাটক, গ্রাফিতি অঙ্কনের মতো কাজ করার মাধ্যমে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি হচ্ছে।

সিসিডিএ সিমস প্রকল্পের সম্ভাবনা বিদেশ গামীদের প্রাক সিদ্ধান্ত গ্রহন প্রশিক্ষন পিডিএমও তে অংশ নেওয়া তরুণ মাহবুব রাব্বানী জানান, জনকল্যাণ মূলক অনেক প্রকল্প দেখেছি তবে সিমস প্রকল্প যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিচ্ছে এটা দারুন বিষয়। ইতিপূর্বে এমন প্রকল্প সহজে চোখে পড়েনি। সিমস্ প্রকল্পের পিডিএমও প্রশিক্ষনে অংশ নিলে খাবার দাবার, এবং যাতায়াত ভাতা পর্যন্ত দিয়ে দেয় প্রকল্পের আওতায়। সর্বপরি মানুষ যেভাবে অসচেতন ভাবে বিদেশ যাচ্ছে সেইক্ষেত্রে সচেতনতার জন্য বড় একটা উপলক্ষ্য এই প্রকল্প। পিডিএমও প্রশিক্ষন নিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি।

সিমস্ প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়কের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান জানান, এটা এমন এক প্রকল্প চার বছর শেষে যখন এই প্রকল্প শেষ হবে তখন মানুষ এই প্রকল্প কে মিস করবে। আমরা যথেষ্ট আন্তরিক ভাবে মানুষের ঘরে ঘরে সেবা পৌচে দিচ্ছি। আমরা যাদের প্রশিক্ষন দিচ্ছি প্রকল্প শেষে তারা মানুষ কে এই সেবাগুলো প্রদান করবে। তরুনদের আগ্রহ দেখে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: