শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ইব্রাহিমপুর (কৃষ্ণপুর) গ্রামে অবস্থিত আল ইফতাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে ২৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- অত্র মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী।
ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী।
আরো বয়ান পেশ করেন,মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা (রাজশাহী), মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুফতি হাবীবুল্লাহ মিজবাহ, মাওলানা কারী মোঃ এমদাদ উল্লাহ্ ও মুফতি ইয়াসিন আরাফাত চাঁদপুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ছানাউর রহমান পাটোয়ারী (মেসকাত), ও আব্দুল কাদের শুভ প্রমূখ। মাহফিলের শুরুতে প্রধান মেহমান রফিক উল্লাহ আফসারী ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন ইব্রাহিমপুর (কৃষ্ণপুর) স্বপ্নচূড়া স্পোর্টস এন্ড মানবিক সংস্থার হাতে।