ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে বসত ঘরে মিলল ২১ গোখরা সাপের বাচ্চা

মতলব উত্তর প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পুরনো বসত ঘরের ভেরতই ডিম পেড়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুঁটে বাচ্চা বের হয়ে বসত ঘরের মধ্যে খেলা করতে গিয়েই নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ২১টি বাচ্চাই মেরে ফেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনোয়াপুর গ্রামের বেপারি বাড়ির মো. জুলফিকার আলি বেপারীর বাড়িতে। তবে বড় সাপগুলোকে ধরতে না পাড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাড়ির মালিক জুলফিকার আলি জানান, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমার বসত ঘরের মধ্যে এবং ঘরের আশে পাশে বড় বড় সাপের খোসা পড়ে আছে। মঙ্গলবার দুপুরে ঘরের বাহিরে বের হতেই দেখি বিশাল বড় একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন আমি সাপ বলে চিৎকার দিলে সাপটি পালিয়ে যায়।
পরে প্রতিবেশিরা এসে আমার ঘরের ডোরায় গর্ত দেখে শাবল দিয়ে খুঁড়তে থাকে। এরপর একাধিক গর্ত থেকে একে একে বের হতে থাকে গোখরা সাপের বাচ্চা। বিকেল পর্যন্ত ঘরের গর্ত খুঁড়ে প্রায় ২১টি বিষাক্ত গোখরা সাপের। পরে লোকজন সাপের বাচ্চা গুলোকে মেরে ফেলেন।কিন্তু বড় সাপগুলোকে এখনো মারতে পারিনি, তাই আমাদের বাড়ির লোকজন খুব আতঙ্কে আছে।
বেপারী বাড়ির আল জাহিদ হাসান তানভীর বলেন, আজ মঙ্গলবার দুপুরে আমাদের লাকড়ি রাখার ঘরে বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। এভাবে একে একে প্রায় ২১টি গোখরা সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে।
স্থানীয় মো. সিপন বেপারী বলেন, খবর পেয়ে মো. জুলফিকার আলির বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। জুলফিকার আলির পুরনো ঘরের মেঝে থেকে একে একে বের হচ্ছে জ্যান্ত সব সাপের বাচ্চা।
তিনি আরও বলেন, এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ নামে এলাকায় পরিচিত। এগুলোর বয়স কমপক্ষে ১০ থেকে ১৫ দিনতো হবেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: