চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানাযায় আটককৃত মাদক কারবারীর নাম জুয়েল মিজি। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী (ফরিদগঞ্জ ক্যাম্প) এবং হাইমচর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) জানান, মাদক কারবারি জুয়েলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।