ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবীতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এলাকাবাসীর দাবী

একমাত্র সড়ক, নেই বিকল্প কোন পথ, বর্ষার সিজনে স্কুলে যেতে হলে ব্যবহার করতে হয় বাঁশের সাকু। না হয় হাটু পরিমান পানি সাতরিয়ে যেতে হয় শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি বৃৃদ্ধি পাচ্ছে। এমনকি প্রতিবছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা যাচ্ছে। দীর্ঘসময়দরে শিক্ষকের কোটা খালি থাকালেও সড়কের কারনে কোন শিক্ষক আসতে চাননা এই বিদ্যালয়ে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী বটগাছ সংলংগ্ন খালপাড় থেকে সরকারি প্রাথমকি বিদ্যালয় পর্যন্ত সড়কটি সংস্কারের দাবীতে প্রতিবাদ করেন তারা।

পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর মাস্টার বলেন, আমি এস্কুলের সাবেক শিক্ষক, প্রায় ১৫ বছর দরে প্রাধান শিক্ষকের পদশূণ্য, রাস্তাঘাট খারাপ, দূর থেকে কোন শিক্ষক এখানে আসতে চায় না। বর্ষার সময় সড়কের পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারনে।

সহকারি শিক্ষক সেলিনা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের চারপাশে পানি, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাটু সমান পানি হয়। যে কারনে বর্ষাকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না। এবং কোন অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে এস্কুলে দিতে চায় না। দিনদিন আমাদের ছাত্র-ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে।

উপজেলা যুবদলেন সহ-সভাপতি আবুল বাশার সোহেল বলেন, ৭নং পাইকপাড়া ইউনিয়নের পূর্বজয়শ্রী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের এই সড়কি সবচাইতে অবহেলিত, কেউই কখন উদ্যোগ গ্রহণ করেনি সংস্কারের জন্য। একটু বৃষ্টি হলে পুকুর আর কুপের কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমনতস্থায় বাচ্চারা স্কুলে যেতে পারেনা, সাকু দিয়ে যেতে হয় স্কুলে। স্কুলের মাঠের অবস্থাও খুবই খারাপ, বর্ষাকালে স্কুলের মাঠে ছাত্র-ছাত্রীরা কোনধরনের খেলাধুলা করতে পারে না। এসব কারনে দিন দিন স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। আমি উপজেলা প্রশাসন আবেদন জানাই সড়ক সংস্কারের জন্য একই সাথে বিশিষ্ট শিল্পপতি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান ভাইএর দৃষ্টি কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন ব্যাপারি, প্রবাসী নূরুননবী ব্যাপারী ও নূরে আলম,
৫নং গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মামুন। ব্যবসায়ী সিরাজ ব্যাপারী, কৃষক
আমির হোসেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, খুব দ্রুতই এসড়কটি ও স্কুলের মাঠ সংস্কারের উদ্যােগ গ্রহণ করবে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: