ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদর হাসপাতালে রোগীদের জন্য বেড ও হুইল চেয়ার প্রদান করলেন বিএনপি সভাপতি

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের জন্য উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপি সভাপতি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিতা কেটে সম্প্রসারিত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পরে তিনি চিকিৎসকদের নিয়ে পোস্ট-অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড, নবজাতকের ইমারজেন্সি কেয়ার ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় তিনি বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য অন্যতম। স্বাস্থ্য-সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই বেশি সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন। সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভালো। আমি নিজেও অসুস্থ হলে এখানে চিকিৎসা নিতে পারব বলে মনে করি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন চাঁদপুর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও ডা. এম. এ. গফুর মিয়া।

পোস্ট-অপারেটিভ ওয়ার্ড হলো অপারেশনের পর রোগীকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। এখানে ১২টি বেড, হুইল চেয়ার, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন ও ভ্যাকুয়াম সাকারসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: