ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লেজুরবৃত্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ সাংস্কৃতিক চর্চা করুন : এডিসি জেনারেল মো. এরশাদ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর্চা কেন্দ্র পরিদর্শনকালে মতবিনিময় সভায় সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চর্চা কেন্দ্রকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালনা করবেন। কোনোভাবেই এর বাইরে যেন চর্চা কেন্দ্র ব্যবহৃত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার সাংস্কৃতিক আসর করবেন, তাতে করে সকলের অংশগ্রহণ হবে। আপনারা অনেক অভাব-অভিযোগের কথা বলেছেন। আমি চেষ্টা করবো আমার চাঁদপুরে চাকরিকালের মধ্যে চর্চা কেন্দ্রের উন্নয়নে জেলা প্রশাসকের হয়ে কাজ করতে।

তিনি আরও বলেন, আপনারা সাংস্কৃতিক কর্মী ও ব্যক্তিত্ব, তাই এই কেন্দ্রটিকে রাজনৈতিকরণের হাত থেকে দূরে রাখবেন। তাতে করে অতীতের মতো কাউকে পালাতে হবে না। রাজনীতি আপনারা করবেন, তবে তা যেন চর্চা কেন্দ্রের বাইরে হয়, এখানে নয়। আপনারা লেজুরবৃত্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতি চর্চা করুন।

আরও বক্তব্য রাখেন রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, চাঁদপুর ড্রামার সাবেক সাধারণ সম্পাদক কে. এম. মাসুদ, বীরমুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত।

এসময় বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পুনাকের অধ্যক্ষ শিপ্রা সাহা, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম খান রতন, অভিজিৎ রায়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: