চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর্চা কেন্দ্র পরিদর্শনকালে মতবিনিময় সভায় সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চর্চা কেন্দ্রকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালনা করবেন। কোনোভাবেই এর বাইরে যেন চর্চা কেন্দ্র ব্যবহৃত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার সাংস্কৃতিক আসর করবেন, তাতে করে সকলের অংশগ্রহণ হবে। আপনারা অনেক অভাব-অভিযোগের কথা বলেছেন। আমি চেষ্টা করবো আমার চাঁদপুরে চাকরিকালের মধ্যে চর্চা কেন্দ্রের উন্নয়নে জেলা প্রশাসকের হয়ে কাজ করতে।
তিনি আরও বলেন, আপনারা সাংস্কৃতিক কর্মী ও ব্যক্তিত্ব, তাই এই কেন্দ্রটিকে রাজনৈতিকরণের হাত থেকে দূরে রাখবেন। তাতে করে অতীতের মতো কাউকে পালাতে হবে না। রাজনীতি আপনারা করবেন, তবে তা যেন চর্চা কেন্দ্রের বাইরে হয়, এখানে নয়। আপনারা লেজুরবৃত্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতি চর্চা করুন।
আরও বক্তব্য রাখেন রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, চাঁদপুর ড্রামার সাবেক সাধারণ সম্পাদক কে. এম. মাসুদ, বীরমুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত।
এসময় বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পুনাকের অধ্যক্ষ শিপ্রা সাহা, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম খান রতন, অভিজিৎ রায়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।