আশিকাটি ইউনিয়নের ৪, ৫ ও ৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠানে যখন বোনদের সংখ্যা বেশি দেখি তখন ভালো লাগে। মা-বোনদের সংখ্যা যেখান বেশি, বোঝা যায় সেখানে ধানের শীষের জনপ্রিয়তাও বেশি। আপনারা দেখছেন অনেকগুলো দল তালবাহানা করছে। আমি বুঝি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ গণতন্ত্রের এবং ভোট প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, নতুন আসবে, পুরোনো যাবে। এর বাইরে আমরা কিছু বুঝি না। বিএনপি জনগণের দল, জনগণ যা চায় খালেদা জিয়া ও তারেক রহমান তাই চায়।
তিনি আরও বলেন, সাধারণ জনগণ ভোটকেন্দ্রে যাবে, কেউ তাকে বাধা দেবে না এবং তার ভোটার স্লিপ কেড়ে নেবে না—এটাই সাধারণ জনগণ চায়। সেই দাবিতে বিএনপি অনড়। আমরা কোনো পিআর পদ্ধতি চাই না। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আপনারা বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আপনাদের অনেক কাজ রয়েছে। সুতরাং আগামী ৪/৫ মাস আপনাদের অনেক কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হলো বিএনপির নেতা-কর্মীরা কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। কারও নামে যেন কোনো ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না শুনি। যদি কারও নামে কোনো অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মৃধা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সদস্য শরীফ আহমেদ খান, মোহাম্মদ আলী খান, বরকত উল্লাহ খান, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।