পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন।
কালীবাড়ি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদারের সভাপতিত্বে এবং জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম. হাবিব উল্লাহ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, অ্যাডভোকেট রইছুর রহমান ও জেলা যুবদলের সহ-সভাপতি শাহনুর বেপারী (শানু)।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।