ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সাহসিকতার জন্য পুরস্কার পেলেন ভিডিপি সদস্য শুক্কুর আলী

মো. জাবেদ হোসেন
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কর্মরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (ভিডিপি) শুক্কুর আলীকে সাহসিকতায় অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ের কমান্ডার মোঃ শাহজালাল সোয়াদ-এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শুক্কুর আলী।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলার ৪ নং নারায়নপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে একটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে এবং চালককে মারাত্মক রক্তাক্ত জখম করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিলেন আনসার সদস্য শুক্কুর আলী। এসময় তিনি চালক মোঃ শাওন (২২)-এর কান্নাকাটির চিৎকার শুনে একাই ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের গতি রোধ করার চেষ্টা করেন। এসময় ছিনতাইকারীরা তার উপর চড়াও হলে, তিনি আশপাশের লোকজনের সহযোগিতা নেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ ও স্থানীয় লোকজন আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনার বিষয়টি লিপিবদ্ধ করে।
এ ঘটনায় অটোরিকশা চালক শাওনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আনসার সদস্য শুক্কুর আলী কারও সহযোগিতা ছাড়াই নিজে উদ্যোগে স্থানীয় মতলব হাসপাতালে নিয়ে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে শাওন চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে গত দুই বছরে মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজন চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য সমাপ্ত অ্যাডভান্সড প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য মোঃ শুক্কুর আলীর সাহসিকতা ও দায়িত্বশীলতায় স্থানীয় জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্ন্ত হয়ে থাকবে।
এ বিষয়ে চাঁদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ের কমান্ডার মোঃ শাহজালাল সোয়াদ জানান, ঘটনার বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-কে অবহিত করা হলে তিনি ভিডিপি সদস্য মোঃ শুক্কুর আলীর এমন সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য তাকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালকের নির্দেশনায় শুক্কুর আলীকে পুরস্কৃত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: