ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মতলব দক্ষিণ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার মনোনয়নপত্র জমার শেষ দিনে সাধারণ সম্পাদকসহ ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। শুধুমাত্র ৪টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ ৩ সেপ্টেম্বর বুধবার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন জমা নেওয়া হয়েছে।

জানা যায়, সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম মুন্সী ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন।

নির্বাহী সভাপতি পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোঃ নজরুল ইসলাম ও মোঃ মামুন মিয়া। নির্বাহী সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মতিউর রহমান, আবু তাহের ও আনিসুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন মোঃ হানিফ মিয়া, শরফুদ্দীন মৃধা ও সাইফুল ইসলাম।

তফসিল অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ গিয়াস কবির, সহ-সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক আবুল হাশেম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা, নির্বাচন সমন্বয়ক সুইটি শিরিন ও জাকির হোসেন পাটোয়ারীসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: