চাঁদপুর শহরের হাজী মহসিন রোড–ছায়াবানী রেলওয়ে সিএসডি লিংক রোড নতুন রাস্তার উদ্বোধন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফিতা কেটে উদ্বোধন ও বৃক্ষরোপণের মাধ্যমে নবনির্মিত লিংক রোডটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
এ সময় তিনি বলেন, এটি একটি পাড়া-মহল্লার রাস্তা হলেও শহরের মধ্যবর্তী স্থান। শহরের যানজট নিরসনে সহায়তা করবে। এই রাস্তা দিয়ে চাঁদপুর জেলার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, বিপণিবিতান, নতুন বাজার, ইচলী ও ঢালীর ঘাটে যাতায়াতের সহজ মাধ্যম তৈরি হবে। তাই এই রাস্তার কোনো পাশে দোকান দেওয়া যাবে না। প্রয়োজনে হাঁটা চলাচলের জন্য ফুটপাত করা হবে। এতে সাধারণ মানুষ দুর্ঘটনা ও দুর্ভোগ থেকে রেহাই পাবে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
রাস্তা উদ্বোধনকালে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা প্রতাপ সাহা রোডের আবহাওয়া অধিদপ্তরের রাস্তাটি প্রসস্থ ও সংস্কারের দাবিতে তিনি রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আপনারা সকলে মিলে রাস্তা চান, তবে তার আগে আবহাওয়া অফিসের রাস্তা ছেড়ে একমত হোন। আমরা প্রশাসন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। আর পৌরসভা বসে বাজেট ঘোষণা করে আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিচ্ছি।
উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয় এবং রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়।