ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদীপথে জুলুস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ১৫০০ বছর পূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য নদীপথে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁদপুর বড়স্টেশন মোলহেড লঞ্চঘাট থেকে এ জুলুসের সূচনা হয়।

এ সময় নদীপথে নৌবহর শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ ও মাহাত্ম্য উদযাপন করেন। বর্ণিল সাজে সজ্জিত নৌযানগুলোতে ধর্মীয় স্লোগান, পতাকা ও আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল রফিকুল ইসলাম আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার দায়িত্বশীল আব্দুল মুনাফ, ফরিদগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা হোসেন আত্তারি এবং কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীল আহসান হাবীব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন মিঠু, জুয়েল রানা, নূর মোহাম্মদ আরেফিন, মো. আওলাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও এ জুলুসে অংশগ্রহণ করেন।

নদীপথে জুলুস ঘিরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: