চাঁদপুরের হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জশনে জুলুস (আনন্দ মিছিল) অনুষ্ঠিত হয়েছে। হিজরি ৮ রবিউল আউয়াল মোতাবেক ২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় শতাধিক গাড়িবহর নিয়ে এনায়েতপুর থেকে বাকিলা বাজার পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ জুলুসে নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
বাকিলা, বলাখাল, হাজীগঞ্জ, আলীগঞ্জ ও এনায়েতপুর বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ পশ্চিম বাজারে মিলাদ, আলোচনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন,
“যারা রাসূল (সা.)-এর আগমনের আনন্দ মিছিলকে অস্বীকার করে, তারা মুনাফিক। তাদের মুসলমান বলা যাবে না। তারা কোরআন-সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত।”
তিনি আরও বলেন,
“ত্রয়োদশ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। সাংবিধানিক নিয়মেই নির্বাচন চায় জনগণ। জনগণের চাওয়ার বাইরে গিয়ে নতুন কিছু চিন্তা করলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এভাবে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হলে জাতীয় সংকট তৈরি হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,
“মানুষ শান্তিতে থাকতে চায়। অথচ লুটপাট, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও হানাহানি এখন আইয়্যামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে। এই জাহেলিয়াতের কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করতে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকিদার ভিত্তিতে এবং মহানবী (সা.)-এর আদর্শের আলোকে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সময়ের দাবি।”
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী, কেন্দ্রীয় নেতা শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, শাহজাদা অধ্যাপক মাওলানা মুহাম্মদ নাজমুল হক আখন্দ নকশবন্দী, মাওলানা মোহাম্মদ আলী নকশবন্দী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী ও প্রভাষক মাওলানা মো. আনিসুর রহমান মজুমদার প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মঈনুদ্দিন ভূঁইয়া আজমী, মো. জাকির হোসেন মিয়াজী, মো. মনজুর আলম পাটওয়ারীসহ হাজারো নবীপ্রেমিক সুন্নি জনতা।