নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার
চাঁদপুর পৌরসভার কার্যালয়ের কর্মকর্তাদের বিদায় ও বরণ সংবর্ধনা গতকাল ১ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার আয়োজনে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঞা, নতুন কর্মস্থলে বরণ সংবর্ধিত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বদলিজনিত বিদায়ী শহর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন, নতুন কর্মস্থলে বরণ সংবর্ধিত শহর পরিকল্পনাবিদ মোঃ সোহরাব হোসেন এবং বদলিজনিত বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল, লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, পানি সরবরাহ শাখার বিল ক্লার্ক আঃ বাতেন মিয়াজী।
সম্মাননা স্মারক পাঠ করেন চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান মানিক। মানপত্র পাঠ করেন হাফেজ মাহমুদা, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস এবং সঞ্চয় ও ঋণদান কর্মসূচির কর্মীর পক্ষে ইশরাত জাহান নিশি।
উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌরসভার কর আদায়কারী শাহাদাত হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পৌর প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ জায়েদুর রহমান জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পৌরসভার কার্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ জাকির হোসেন। গীতা পাঠ করেন সঞ্চয় ও ঋণদান কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী লিটন চন্দ্র দাস।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে পৌর প্রশাসক, শাখা প্রধানবৃন্দ ও পৌরসভার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বিদায় ও বরণ সংবর্ধিত পৌর কর্মকর্তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।