ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে ক্লিন চাঁদপুর এর শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ

মোঃ জাবেদ হোসেন
সেপ্টেম্বর ১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর এর উদ্যোগে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা রোডে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

গত (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, বিদ্যালয় এলাকার শিক্ষা অনুরাগী, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন শান্ত। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিবিদ ও ক্রিড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। যার অনেক কিছুই ছিল অপ্রকাশ্যে। চাঁদপুর শহরকে একটি দূষণমুক্ত নিরাপদ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রম সামনের দিনগুলিতে আরো বেগবান ভাবে করবে। যাতে চাঁদপুরের মানুষ প্রাণ খুলে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারে।

তিনি শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় হতদরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইবাদত কবুলের পূর্বশর্ত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে আল্লাহ পছন্দ করেন। তাই তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য দিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। ঘরবাড়ি, স্কুল এবং পাড়া মহল্লাকেও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। এতে রোগ জীবাণুমুক্ত জীবন যাপনের মাধ্যমে সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী হতে পারবে। এই বিদ্যালয়ের সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের জন্য আমার সহযোগিতা ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ময়লা ডাম্পিং করার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।