চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ বাকের খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অবিচল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য বিএনপি অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনই অগ্রণী ভূমিকা পালন করবে।"
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ। চাঁদপুর জেলা বিএনপি সহ সারাদেশের নেতাকর্মীরা এ লক্ষ্য বাস্তবায়নে সর্বদা প্রস্তুত।”
মোঃ বাকের খন্দকার বিএনপি’র সকল নেতা-কর্মী ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।