রাজধানীর বিভিন্ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে প্রতারণা ও দালালির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে কামরুজ্জামান হিমু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি প্রতিটি ভূমি অফিসে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছেন।
ভুক্তভোগীরা জানান, হিমু প্রায়শই নিজেকে ভূমি মন্ত্রণালয় কিংবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে ভুয়া নামজারি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এমনকি, কেউ তার কথায় সাড়া না দিলে সামাজিক মাধ্যমে অপপ্রচারের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি মতিঝিল সার্কেলের বাসাবো এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী ভিক্ষুক ঝরনার জমি সংক্রান্ত ঘটনায় হিমুর প্রতারণার নতুন অভিযোগ পাওয়া গেছে। ঝরনার বাবার থেকে পাওয়া প্রায় ৬০ অযুতাংশ জমি তার নামে নামজারি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হিমু তার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু একের পর এক আশ্বাস দিলেও এখনো নামজারি সম্পন্ন হয়নি। এতে হতাশ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝরনা।
ভূমি অফিসের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, হিমুর এ ধরনের প্রতারণা অনেক দিন ধরেই চলছে এবং বিভিন্ন সার্কেলে এ নিয়ে আলোচনা রয়েছে। তবে তার ভয়ভীতি ও কথিত প্রভাবশালী পরিচয়ের কারণে প্রকাশ্যে কেউ অভিযোগ করতে সাহস পান না।
ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এ প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তথ্য সূত্র: ভিশন বাংলা ২৪