চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) বিকেলে ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান।
এসময় তিনি বলেন, আমারা যে দলের সদস্য হবো সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতার মহান ঘোষক তিনি ছিলেন মহান স্বাধীনতার যুদ্ধকালীন সময়ে সেক্টর কমান্ডার। আমাদের এ বিষয়গুলো জানতে হবে। মহান স্বাধাীনতায় অবদানের জন্য শেখ মুজিবুর রহমান ওনাকে বীর উত্তম উপাধী দিয়েছিলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা জিয়াউর রহমানের ঘোষণার মধ্যদিয়ে অর্জিত হয়েছিল।
তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি হলেন আপোষহীন নেত্রী। সারা পৃথিবীতে জনপ্রিয় তরুন নেতা তারেক রহমান। আজকে যারা সদস্য ফরম দিয়ে সদস্য হচ্ছেন তা এক সময় কাজে লাগবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলের সদস্য হিসেবে এ সদস্য ফরমটি সদস্য সার্টিফিকেট হিসেবে কাজে লাগবে। জিয়া পরিবারের আস্থাভাজন আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। ওয়ান ইলেভেনের সময় দীর্ঘ কয়েকমাস ওনাকে আটক করে শারীরিক নির্যাতন করা হয়। ওনাকে আটকের পর আমাদের নেত্রী খালেদা জিয়ার নামে মামলার জন্য চাপ দেওয়া হয় কিন্তু সেদিন তাতে মানিক ভাই রাজি হননি।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালালা মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হযরত আলী ঢালী, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যা খান, সদস্য গাজী নূর আলম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মজিবুর রহসান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহবুব গাজী। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি নয়ন পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী নূরে আলম গাজী সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কালাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম বেপারী,ইউনিয়ন যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন মিজী, ৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: ইউসুফ মিজি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী।