স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার রামপুর ইউনিয়নে এ কার্যক্রম করে বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খান।
পথ সভায় তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া সমস্যা গুলো সমাধানের জন্য ৩৬০ জন প্রতিনিধি দরকার। বর্তমান সরকারের ৫-৭ জন উপদেষ্টা দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তাই ফেব্রুয়ারির আগে নির্বাচন দেওয়া উচিত বর্তমান সরকারের। তাহলে দেশের জনগণ তাদেরকে সম্মানসূচক ভাবে মনে রাখবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও জেলা জাসাস এর সাবেক আহ্বায়ক এমদাদুল হক মিলন, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় তিনি নেতাকর্মীদের সাথে হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে। এবং আগামীর বাংলাদেশ নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।