বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী,আজম খান গণসংযোগ করছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় বাবুর হাট বাজার ও এর আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
পথসভায় বক্তব্যে আজম খান বলেন,দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল ও দেশের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।
তিনি আরো বলেন, আমি বিএনপির পক্ষে ভোট চাইতে এসেছি আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করেছে।
তিনি আরো বলেন, আমি চাঁদপুর – ৩ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন,দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো, কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।