চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড শিলন্দীয়া এলাকার বাবু মুন্সি পিতা - মৃত মোঃ তাফাজ্জল মুন্সি ,মাদকের আখড়া গড়ে তুলেছেন। সারা দেশে যখন মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো ট্রলারেন্সের জন্য অভিযান করে যাচ্ছে তার কোন তোয়াক্কা না করে ও বাবু মুন্সি যুব সমাজকে ধংশ করতেছে। তার রয়েছে মাদক বিক্রি করার একাদিক এজেন্ট তারা কেউ বিদ্যুৎতের কাজ করে কেউ সিএনজি চালক,বাবু মুন্সি অন্তরালে থেকে এসব এজেন্ট দিয়ে তার মাদকের ব্যবসা পরিচালনা করে।
স্থানীয় একাদিক ব্যাক্তি জানান, বাবু মুন্সি মাদক দিয়ে আমাদের সন্তানদের শেষ করে দিতেছে। আমাদের এলাকা নষ্ট করে দিয়েছে আমরা মাদক মুক্ত চাই।প্রশাসনের কাছে জোর দাবি বাবু মুন্সির মত যারা সমাজের ক্ষতি করে তাদেকে আইনের আওতায় নেওয়া।
এসব বিষয়ে বাবু মুন্সির কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি আগে ব্যবসা করতাম এখন ভালো হওয়ার চেষ্টা করতেছি। এখন শুধু সেবন করি। বাস্তবে তথ্য ভিন্ন তাই বাবু মুন্সির মাদক চক্র নিয়ে অনুসন্ধান চলবে......