ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

ফরিদগঞ্জে দুই শীর্ষ মাদক কারবারি মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার

নারায়ন রবিদাস
জুলাই ৩, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময়ে তাদের কাছ থেকে অভিযানে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার(২জুলাই ২০২৫)গভীর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকা থেকে দুই শীর্ষক মাদক কারবারি রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩) ও সুমন হোসেন (৪৩)কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রহমত উল্যাহ গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়ির মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে এবং সুমন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর এলাকার আফসার উদ্দিন মুন্সি বাড়ির কলিম উল্যার ছেলে।

জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে। তন্মধ্যে ফরিদগঞ্জ থানায় দুইটি ও রামগঞ্জ থানায় দুইটি। অপর আসামী মোঃ সুমন হোসেন (৪৩) এর বিরুদ্ধে লক্ষ্মীপুর এর রামগঞ্জ থানায় দুইটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

প্রাথামিক জিজজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। বুধবার রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: