চাঁদপুর সাহিত্য পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রথমবারের মত সভাপতি নির্বাচিত হন কবি ও লেখক ম. নূরে আলম পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবি সুমন কুমার দত্ত। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী পরিষদের অন্য নেতৃবৃন্দ হলেন : সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি দন্ত্যন ইসলাম ও আসাদুল্লা কাহাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পান্থ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়ন,অর্থ-সম্পাদক কাজী সাইফ, দপ্তর সম্পাদক পলাশ কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুল তোহা।
সংগঠনের সম্মানিত নির্বাহী সদস্যরা হলেন : শাহমুব জুয়েল, দুখাই মুহাম্মাদ, আলমগীর হোসেন আঁচল, মোঃ জাহিদ হাসান, ফয়সাল মৃধা, হুসাইন মিলন ও সাদিয়া হোসেন মাধুরী।
সংগঠনসূত্রে জানা যায়, ২১ জুন ২০২৫ শনিবার বিকেলে সাহিত্য একাডেমি, চাঁদপুরের মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠনগল্পে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির উল্লিখিত সদস্যদের নির্বাচিত করা হয়। আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে নতুন কমিটি দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়।
নতুন কমিটি নিয়ে এক প্রতিক্রিয়ায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহমুব জুয়েল বলেন, আমাদের বিগত কমিটি অনেক ভালো কাজ করেছে। নতুন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আশা করছি নতুন কমিটি সংগঠনকে গতিশীল করবে এবং সাহিত্যের উৎকর্ষ বিকাশে ভূমিকা রাখবে। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত তাঁর প্রতিক্রিয়ায় বলেন ভালো কিছু করার অপেক্ষায় আমরা। আশা করি সকলের সহযোগিতায় লক্ষ্যে এগিয়ে যাবো।