
সোমবার (১০ মার্চ) দিনগত রাত ১টার দিকে শহরের নতুন বাজার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের পাশে ডাকাতিয়া নদীর ঘাট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরে আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার এসব দেশীয় অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার তালিকাভুক্ত বহু মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
Like this:
Like Loading...
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।