ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকৃত সম্পত্তি একাধিকবার দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার
মার্চ ৮, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে সাবাড় করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করলেও কাউকে আটক করতে সক্ষম হয়নি।

জানা যায়, লড়াইরচর গ্রামের ভুক্তভোগী আলহাজ্ব মিজানুর রহমান’র সাথে প্রতিবেশি সাহাবুদ্দিন বেপারী ওরপে সাবু উল্লা বেপারী এবং সাইফুল ইসলাম গংদের সাথে চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১২৩ নং লড়াইরচর মৌজার বিএস ৫৯৭ ও ৭২৮নং খতিয়ানভূক্ত বিএস ৬৯৮ ও ৬৯৯ নং দাগের অন্দরে মোঃ ০.১১০০ শতাংশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলমান রয়েছে।
এ নিয়ে ফরিদগঞ্জ থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত মামলা নং ৭৫০/২৪ এর বিবরণ অনুযায়ী গত ২৬ জুন ২০২৪ ইং তারিখে স্বারক নং ৮৭০ মতে উক্ত নালিশী সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করে। আদালতে নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় বাদী ও বিবাদী নালিশী সম্পত্তিতে না যাওয়ার বিধান থাকলেও এজহার নামীয় বিবাদী গং নালিশী সম্পত্তি কয়েক দফায় দখলে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্ত দখলবাজদের পূর্ব কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৮ মার্চ) লোকবল নিয়ে সাইফুল ইসলাম গংরা নালিশী সম্পত্তি থেকে গাছ কর্তন শুরু করে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কবির হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন।
ভুক্তভোগী আলহাজ্ব মিজানুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এর আগেও গাছ কেটে নালিশী সম্পত্তি দখলের চেষ্টা করছে সাইফুল গংরা। খবর পেয়ে পুলিশ তখনো তাদের অপরাধমূলক কর্মকান্ডে বাধা দেয়। তারা আজ আবার পুনরায় সন্ত্রাসীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞাকৃত সম্পত্তি থেকে ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করে ফেলছে। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় তারা। আমি মাননীয় আদালতের কাছে বিচার প্রার্থনা করছি।
অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমার জমি থেকে আমি গাছ কেটেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জমির উপর কোন নিষেধাজ্ঞা নেই।
এদিকে স্থানীয় সচেতন মহলদাবী করেন, যে ভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একাধিকবার এই স্থানে জোড়পূর্বক দখলদারিত্বের চেষ্টা করছে একটি পক্ষ, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: