চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন যুবকদের উদ্দেশ্যে বলেছেন, দেশ ও পৃথিবীকে বদলাতে হলে সবার আগে নিজেকে গড়তে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো আপনারা তরুনদের পাশে থাকুন। তরুনরা চলমান ধারার রাজনীতি চায় না। আপনাদের সাথে তরুনদের কোনো যুদ্ধ নেই, কোনো দ্বন্দ্ব নেই, আপনারা তরুনদের পাশে থাকুন। তারা আপনাদের চেয়ার চাচ্ছে না, তারা আপনাদের ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে না।
কবি ভাষায় তিনি বলেন 'এসেছে নতুন শিশু তার জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে'। আজকের তরুনরাই দেশ বদলাবে আর প্রবীনরা সর্বাত্মক সহযোগিতা করবেন তাদের, এটাই আমাদের কাম্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত হাডুডু, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ইনডোর আইটেমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং যুবকদের মাঝে অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।