কচুয়ায় উপজেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মাও. মো. মহিউদ্দিন আজাদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। জানা যায়, গতকাল ৮নং কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এলাকায় আলোচনা করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা মোশাররফ হোসেনের পক্ষে বিজয় দিবসের কোন অনুষ্ঠান না করার জন্য হুমকি প্রদান করে। বিজয় দিবসের অনুষ্ঠান করলে পরে তাকে হত্যার হুমকি দেয় বলে তিনি জানান। এব্যাপরে কচুয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।